সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন: অর্থ মন্ত্রণালয়সহ যা রয়েছে এই ভবনে

দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিনির্বাপণে এখন ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট সেখানে কাজ করছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, সচিবালয়ের এই ভবনে বেশকিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের দপ্তর অবস্থিত। এর মধ্যে রয়েছে, অর্থ মন্ত্রণালয় এবং এর অধীন অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তরও এই ভবনেই অবস্থিত।

এর বাইরে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সরকারের আরও বেশকিছু গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে এই ভবনে।

প্রসঙ্গত, এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথমে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এরপর তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *