চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রোটিয়া শিবিরে বড় ধাক্কা

দক্ষিণ আফ্রিকাকে বড্ড ভোগাচ্ছে চোট। নান্দ্রে বার্গার, লিজাড উইলিয়ামস, উইয়ান মুল্ডার এবং ওটনিল বার্টম্যান আগে থেকেই ইনজুরিতে। চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে মাঠের বাইরে আছেন লুঙ্গি এনগিডি। চোটের জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফির দলের বিবেচনায় নেই এনরিখ নর্তজে। লম্বা সেই তালিকায় যোগ হয়েছে ডেভিড মিলারের নাম।

ঘরোয়া টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে চোট পেয়েছেন তারকা এই ব্যাটার। এসএ টি-টোয়েন্টির পার্ল রয়্যালসের অধিনায়ক মিলার। ফিল্ডিং অনুশীলনের সময় ঘটে চোটের ঘটনা। মার্কাস স্টোয়নিসের একটি ড্রাইভ আটকাতে গিয়ে ব্যথা পান।

তবে মিলারের এই ইনজুরি গুরুতর কি না তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে, এমন ইনজুরিতে তার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও শুরু হয়েছে শঙ্কা। এমন চললে আগামী মাসে শুরু হওয়া আট জাতির আসরে দল গড়তে বেগ পোহাতে হবে প্রোটিয়া বোর্ডকে।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ১৯ ফেব্রুয়ারি থেকে। দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি। আফগানিস্তানের বিপক্ষে। আসরে বি গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *