মুগ্ধ-আবু সাঈদসহ সাধারণ মানুষ হত্যাকারীদের বিচার হবেই: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যারা মুগ্ধ, আবু সাঈদসহ দেশের সাধারণ মানুষকে হত্যা করেছে তাদের বিচার হবেই। যারা গুম করেছে, আয়না ঘরে নির্যাতন করেছে, যারা আন্দোলন দমন করার জন্য অন্যায়ভাবে মানুষের ক্ষতি করেছে- তাদের বিচার হবে।

বুধবার বিকালে বগুড়ার শিবগঞ্জে শহিদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবগঞ্জ উপজেলা যুব ঐক্যের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নাগরিক ঐক্যের সদস্য আব্দুর রাজ্জাক সজিব, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহবায়ক শহিদুল ইসলাম, সাইদুর রহমান সাগর, এনামুল হক সরকার, হারুনুর রশিদ, সৈকত আমিন বিদ্যুৎ, সাজু আলম, আনোয়ার হোসেন, মাহবুব মোরশেদ হীরা, যুব ঐক্যের রিমন, সৌরভ, নাইম, মোস্তফা প্রমুখ।

মাহমুদুর রহমান মান্না বলেন, ভোট একটি অমূল্য সম্পদ, ভোটের জন্য, নির্বাচনের জন্য, আমার ভোট যাতে আমি দিতে পারি তার জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছেন। আপনার ভোটাধিকার প্রয়োগ করতে আপনাকেই কাজ করতে হবে। দেশ বদলানোর জন্য দল চাই। নাগরিক ঐক্য দল একটি উন্নত দেশ গড়তে চায়। যারা চোর-ডাকাত, ভোট চোর তাদের ভোট দেবেন না।

তিনি আরও বলেন, চোর পুলিশ চলবে না, ডাকাত পুলিশ চলবে না, থানার দালালরা ধরে ধরে মানুষকে মামলা দেয়, সেই মামলার ওপর পুলিশ কাজ করে। সরকার যদি ভালো না হয় তাহলে সরকারি কর্মকর্তারা সবাই চোর হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে মান্না বলেন, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে দেশে লুটপাট, মানুষ হত্যা ও গুম করে মাটির নিচে রেখেছিল। তিনি হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাহিরে পাচার করেছে। দিনের ভোট রাতেই হয়েছে, বিকালে শুধু তাদের বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তাই নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে।

মান্না আরও বলেন, সাবেক সরকারের আমলে দেশের মানুষের বাক-স্বাধীনতা ছিল না, পুলিশ গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছে। তাই দেশের মানুষকেই তাদের পছন্দের সরকার নির্বাচিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *