চ্যাম্পিয়ন হলে ট্রফি নিয়ে লঞ্চে বরিশাল যাবেন তামিমরা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দলটি এবারও শিরোপার দুয়ারে। আগামীকাল শুক্রবার গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ট্রফির লড়াইয়ে মুখোমুখি হবে চট্টগ্রামের বিপক্ষে।

বিপিএলের এবারের আসরে চ্যাম্পিয়ন হলে ট্রফি নিয়ে লঞ্চে বরিশাল যাবেন তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমরা।

বরিশালের মালিক গত বছর বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ঘোষণা করেছিলেন পুরো দল আর ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশালে যাবেন। এবার শিরোপা জিতলে দুটি ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার ইচ্ছার কথা বলেছেন বরিশালের মালিক মো. মিজানুর রহমান।

বৃহস্পতিবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, ‘আমরা খুবই ভাগ্যবান যে আমরা এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি। চিটাগং, সিলেট, ঢাকা যখন যেখানে যে ম্যাচই আমরা খেলি গ্রুপপর্ব হোক কোয়ালিফায়িং হোক বরিশালের দর্শক সবসময় ছিল। আমরা অনেক ভাগ্যবান। এটাই আমরা বিপিএল নিয়ে স্বপ্ন দেখেছি। একেকটা দলের আলাদা ফ্যানবেইজ থাকবে; যা বরিশাল সফলভাবে করতে পেরেছে গত ২ বছরে। অবশ্যই চেষ্টা থাকবে যদি চ্যাম্পিয়ন হতে পারি ইচ্ছা আছে লঞ্চে করে বরিশাল যাওয়ার। গত বছর যে কোনো কারণে যেতে পারিনি। এবার যদি আল্লাহ আমাদের ওপর রহমত করেন, তাহলে অবশ্যই যাব।’

শিরোপা নিয়ে দেশ সেরা এই ওপেনার বলেছেন, ‘ট্রফি এমন জিনিস যারা ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে তারাও চাইবে ৬ বার হতে। আমরাও অবশ্যই চাইব আবারও শিরোপা জিততে। প্রতিপক্ষও অনেক ভালো ক্রিকেট খেলছে। খুলনা দারুণ দল। শেষে ২ বিদেশি নিয়ে অনেক শক্তি বাড়িয়েছিল। শেষ ম্যাচেও দেখা গেছে কিছুই প্রেডিক্ট করা যায় না। আপনার ভালো প্লেয়ার থাকতে পারে তবে নির্দিষ্ট দিনের পারফরম্যান্স ম্যাটার করে। কালই ফাইনাল আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। ১৩-১৪ ম্যাচে যা করেছি সব সেভাবেই করতে হবে ভিন্ন কিছু না। আমাদের চেষ্টা করে যেতে হবে সেরাটা দেওয়ার। ফাইনালকে শুধু একটি ম্যাচ হিসেবেই দেখতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *