পরিবারের নিরাপত্তায় নতুন দেহরক্ষী নিয়োগ রোনালদোর

আল নাসরের হয়ে মাঠের সময়টা দুর্দান্ত কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০২৩ সালে সৌদিতে আসার পর থেকে বাইরের সময়টা ভালো কাটছিল তার। কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজসহ নিজে বেশ কয়েকবার হুমকি পাওয়ায় নিরাপত্তা শঙ্কায় ভুগছেন রোনালদো।

পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তাই নতুন দেহরক্ষী নিয়োগ দিয়েছেন রোনালদো।

পর্তুগালের অধিনায়কের বডিগার্ড নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেটস টাইমস। সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগের নিরাপত্তা দলের সবাইকে বরখাস্ত করেছেন রোনালদো।
নতুন নিরাপত্তাপ্রধান হিসেবে ক্লদিও মিগুয়েল ভাজকে নিয়োগ দিয়েছেন রোনালদো। আধাসামরিক প্রশিক্ষণ নেওয়া ভাজ পর্তুগালেরই নাগরিক।

এর আগে রোনালদোর জাতীয় দলের দুই সতীর্থ রাফায়েল লিয়াও এবং গেলসন মার্তিনেসের হয়ে কাজ করেছেন। দুই সতীর্থর পরামর্শেই ভাজকে নিয়োগ দিয়েছেন রোনালদো, এমনটাই জানা গেছে।
হুমকি পাওয়ার বিষয়টি স্থানীয় পুলিশকে অবগত করেছেন জর্জিনা-রোনালদো। বর্তমানে পাঁচ সন্তানকে নিয়ে রিয়াদে থাকেন তারা।

পরিবারের নিরাপত্তার বিষয়টা চিন্তা করেই ভেরিফায়েড সামাজিক মাধ্যমে নিজের ও সন্তানদের ছবি শেয়ার করাও নাকি কমিয়ে দিয়েছেন জর্জিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *