লিবিয়া পাঠানোর নামে প্রতারনা : কুয়ালালামপুর বিমানবন্দরে ৭০ বাংলাদেশির মানবেতর জীবন যাপন

new image_3175জহিরুল ইসলাম হিরন, মালয়েশিয়া:
মালয়েশিয়া কুয়ালালাপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০ থেকে ৭০-এর অধিক বাংলাদেশি মানবেতর জীবন যাপন করছে। লিবিয়া পাঠানোর নাম করে বাংলাদেশ থেকে আসা এসব মানুষ দীর্ঘ এক মাস ধরে কুয়ালালামপুর বিমানবন্দরে মানবেতর জীবন যাপন করছে। বিমানবন্দর ইমিগ্রেশন সূত্রে  জানা যায় বাংলাদেশী দালাল চক্র মালয়েশিয়া বিমানবন্দর ট্রানজিট হিসেবে ব্যবহার করে লিবিয়া পাঠানোর কথা বলে  এসব শ্রমিককে মালয়েশিয়া বিমান বন্দরে ফেলে রেখে যায় প্রায় দীর্ঘ একমাস। লিবিয়া যাওয়ার কোন প্রকার টিকিট না থাকায়  মালয়েশিয়া বিমান বন্দর পুলিশ এসব শ্রমিককে আটক করে রাখে ডিটেনশান ক্যাম্পে।

Ajker-Somoy-digital-logoএ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস জানান, আটকে পড়া এসব বাংলাদেশিদের সহযোগিতায় মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে প্রধান সেক্রেটারি শাহীদা সুলতানা বিমানবন্দরে গিয়ে তাদের খোঁজ নিয়ে আসে এবং তাদের যে কোন সহযোগিতার আশ্বাস দিয়েও তাদের কাছ থেকে কোন ধরনের তথ্য না পাওয়ায় হতাশা প্রকাশ করেন এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *