দেশের শীর্ষস্থানীয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও শীষ মনোয়ারকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। শনিবার ভোর ছয়টায় মোহাম্মদপুর এর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, জাজ মাল্টিমিডিয়ার হিসাবরক্ষক সজিবের বাবা আব্দুর রহিমের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত গত ২৬ এপ্রিল নিজ বাসা থেকে অফিসে যাবার পথে অপহৃত হন সজিব। এরপর সজিবের বাবা আব্দুর রহমান মিরপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
পরে বিষয়টিকে কেন্দ্র করে জাজ মাল্টিমিডিয়ার সিইও শীষ মনোয়ার এবং উক্ত অফিসের কয়েকজনকে আসামী করে মিরপুর থানায় মামলা করেন সজিবের বাবা।
এ মামলার পরিপ্রেক্ষিতে শনিবার ভোর রাতে শীষ মনোয়ারকে মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন এস আই কামরুল ইসলাম।