প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন দাবী দাওয়া আদায়ের জন্য কেন্দ্র ঘোষিত কর্মসূচী সফলভাবে বাস্তবায়নের লক্ষে শনিবার স্থানীয় আতাতুর্ক আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি দাগনভূঞা উপজেলা শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি দাগনভূঞা থানা শাখার আহবায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি দাগনভূঞা থানা শাখার সদস্য সচিব রাজেশ মজুমদারের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন পলাশ চন্দ্র দাস, মোঃ আকনুর, মোঃ কাইয়ুম, গৌতম ভৌমিক, জিয়াউল হক, জোবায়ের আহাম্মেদ, হোসেন শহিদ সোরয়ার্দী, অসীম নাথ প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ। বক্তারা কেন্দ্র ঘোষিত কর্মসূচি ৮মে জেলা শিক্ষা অফিসের সামনে প্রতীকি অনশন ও স্বারকলীপি পেশ ও ১৩ মে ঢাকায় সমাবেশ সফলভাবে পালনের জন্য দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।