রোগীর সেবায় মনোযোগ বাড়ান

hasina1‘শুধু ওষুধ নয়। কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারদের হাতের ছোঁয়া ও মুখের কথাতেই রোগী ভালো হয়ে যায়। আমরা চাই, আপনারা এমনভাবেই মানুষের সেবা করবেন।’ রোগীর সেবার প্রতি মনোযোগ বাড়ান।
রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান অ্যান্ড সার্জন’র ১২তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা (ডাক্তার) যে শপথ নিয়ে কর্মক্ষেত্রে এসেছেন তা স্মরণ করে জনগণের সেবার মান বাড়ান। এটাই আমরা চাই। সাধারণ মানুষ চিকিৎসকের কাছে গেলে তারা যেনো চিকিৎসার সঙ্গে মনে শান্তিও পান।
সমাবর্তন অনুষ্ঠানে ৯২৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক সনদ গ্রহণ করেন। এদের মধ্যে দেশি-বিদেশি ১৬ জন বিশেষজ্ঞকে ফেলোশিপ দেয়া হয়। মেডিসিন ও সার্জারি বিষয়ে কৃতিত্বের সঙ্গে ফেলোশিপ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ছয় জনেকে স্বর্ণপদক দেয়া হয়।
সমাবর্তনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান অ্যান্ড সার্জন’র সভাপতি এসএএম গোলাম কিবরিয়া, সহ সভাপতি মোহাম্মদ সহিদুল্লা, প্রাক্তন সভাপতি মাহমুদ হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *