‘সারা দেশের মানুষকে এক হয়ে আন্দোলনে নামতে হবে’

kaledddaসারা দেশের মানুষকে এক হয়ে আন্দোলনে নামতে হবে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের লোকেরা দেশব্যাপী হত্যাযজ্ঞ চালাচ্ছে। চারিদিকে এখন রক্ত আর রক্ত। আর এ কারণে সারাদেশের মানুষের চোখে এখন শুধু পানি আর পানি।
রোববার বিকেল ৫টা ২৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবে পূর্বঘোষিত গণঅনশন কর্মসূচি পালন শেষে বেগম খালেদা জিয়া এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বরেন, এই সরকারের অঙ্গ সংগঠন ছাত্রলীগ-যুবলীগ সারা দেশে জনগণের ওপর জুলুম নির্যাতন করছে। কিন্তু এই সরকার তাদেরকে দমানোর ক্ষমতা রাখে না।
সারাদেশে গুম-অপহরণ আর খুনের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বেগম জিয়া বলেন, এই সরকার নিজেই জুলুমবাজ। তারা নিজেরা জনগণকে অত্যাচার-নির্যাতন করছে। গুম-অপহরণ করছে।
এসময় তিনি নারায়ণগঞ্জের অপহরণ ও হত্যার ঘটনা তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন।
তিনি বলেন, নারায়ণগঞ্জের নূর হোসেন একজন অপরাধী। তাকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? সে এখন কোথায় জনগণ তা জানতে চায়।
তিনি বলেন, খুনী, অবৈধ সরকার যতদিন থাকবে ততদিন দেশে এই অবস্থা থাকবে। এভাবে চলতে দেয়া যাবে না।
বিচার বহির্ভূত হত্যাকান্ড, গুম-খুন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানসহ দলের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া ৪টা ২০ মিনিটের দিকে তিনি জাতীয় প্রেসক্লাবে অনশনস্থলে আসেন।
কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি রোববার সকাল ৯টা ১০ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনশন শুরু হয়। শেষ হয় বিকেল পাঁচটায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *