ডেস্ক রিপোর্ট : নগ্নতা কিংবা অর্ধনগ্ন হওয়া কিছু কিছু বলিউড অভিনেত্রীদের কাছে এখন ডালভাতের মতো হলেও এক দশক আগেও পরিস্থিতিটা এমন ছিল না। তখন বলিউডে নগ্নতা মানে ছিল দারুণ সাহসী ও তুমুল আলোচিত পদক্ষেপ। আর সেসময়ই নাকি একটি আন্তর্জাতিক ব্রান্ডের বিজ্ঞাপনের মডেল হয়ে টপলেস হয়েছিলেন বলিউডের বাঙালি ললনা বিপাশা বসু। আর তা হয়েছিলেন হালের আরেক নায়ক বিবেক ওবেরয়ের সঙ্গে।
ঘটনাটি ১৯৯০ সালের হলেও হঠাৎ ওই পুরনো বিজ্ঞাপনটি নতুন করে ইন্টারনেটে ঝড় তুলেছে।
ঘটনাটি হলো, তখনো বিপাশা বা বিবেক কেউই বলিউডে তাদের ক্যারিয়ার শুরু করেননি। সবে মডেলিং জগতে পা রাখা বিপাশা ও বিবেককে নিয়ে সেসময় বানানো হয়েছিল একটি আন্তর্জাতিক বিজ্ঞাপন। ওই বিজ্ঞাপনে বিপাশা টপলেস অবস্থায় নাকি একটি স্নান দৃশ্য করেছিলেন বিবেক ওবেরয়ের সঙ্গে।
যদিও দু’জনের সেই বিজ্ঞাপন এখনো নিষিদ্ধ রয়েছে ভারতীয় দর্শকদের জন্য। সেসময় কেবল এটি আন্তর্জাতিক দর্শকদের কথা মাথায় রেখেই বানানো হয়েছিল। কিন্তু সম্প্রতি বিপাশার সেই পুরনো ভিডিও আবার ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। আর যা পড়তি ক্যারিয়ারের বিপাশাকে আবার লাইমলাইটে নিয়ে এসেছে হঠাৎ করেই।
যদিও সমালোচকরা বলছেন, বিবেক বা বিপাশা কারো হাতেই এখন আর খুব একটা ছবি নেই। গত দিওয়ালিতে বিবেক অভিনীত ‘কৃশ ৩’ ছবিটি মুক্তি পেলেও তার পুরো কৃতীত্ব গেছে ঋত্বিক রোশনের ঝুলিতে। আর বিপাশাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘আত্মা’ ছবিতে। তাই আবার আলোচনায় আসতেই বিপাশা বা বিবেক কেউ-ই একজন সেই পুরনো বিজ্ঞাপন ইন্টারনেটে ছেড়েছেন।