মোফাজ্জল হোসেন টিপু, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ডেল্টা জুট মিলের স্পিনার শ্রমিক আবুল কালাম(৩০) ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এক নারী শ্রমিকের সাথে কথা কাটাকাটি হওয়ার পর গত বুধবার থেকে তিনি নিখোঁজ হন। স্থানীয় থানায় বিষয়টি নিয়ে জিডি করেছেন তার পিতা আ: বাতেন। ৫ দিনেও নিখোঁজ কালামের সন্ধান না পাওয়ায় তার পরিবারে উৎকন্ঠা বিরাজ করছে।
সোমবার দুপুরে সরেজমিন গিয়ে জানা যায়, সোমবার ডেল্টা জুট মিলের অভ্যন্তরে ডিউটি নিয়ে স্পিনার শ্রমিক(৬৪২) কালামের সাথে নারী স্পিনার শ্রমিক রেহানা আক্তারের(৬২০৮) কথা কাটাকাটি হয়। মঙ্গলবার এ নিয়ে মিলের ভেতরে নিরাপত্তা কর্মকর্তা আকবর মিয়ার উপস্থিতিতে শালিস বৈঠকে মিমাংশা হয় এবং কালামের ২০০ টাকা জরিমানা করা হয়। কিন্তু নারী শ্রমিক রেহানা ও তার ভাইয়েরা শালিস না মেনে কালামকে দেখে নেয়ার হুকমি দেয়। এপর থেকেই কালামকে মারার জন্য রেহানার ভাইয়েরা মিলের ভেতরে ও বাইরে খোঁজাখুজি করেছে বলে দেখেছেন একাধিক শ্রমিক। বুধবার সন্ধা সাড়ে ৭ টার দিকে কালামের মোবাইলে একটি কল আসলে সে শ্রমিক কলনির বাসা থেকে বেরিয়ে যায়। এর পর থেকেই তার মোবাইলটি বন্ধ পাওয়া যাচ্ছে। তাকে অনেক খোঁজার পর না পেয়ে শনিবার তার পিতা বেগমগঞ্জ থানায় সাধারণ ডায়রী করেন। এর পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রেহানাকে থানায় নিয়ে গেলেও চৌমুহনী পৌরসভার মহিলা কাউন্সিলর আসমা আলী থানায় গিয়ে তাকে নিয়ে আসে। জিডিটি বর্তমানে চৌমুহনীর টিএসআই সাইফুল সিকদার তদন্ত করছেন। এদিকে দীর্ঘ ৫ দিন ধরে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে উদ্বেগ উৎকন্ঠায় মানবেতর জীবণ যাপন করছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমানের সাথে আলাপ করলে তিনি বলেন, মোবাইল ট্রেকিং করে কোন তথ্য পাওয়া যায়নি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।