বিয়েতে উপহার প্রথা

meher_3871খুঁজতে গেলে দেখা যাবে প্রত্যেক প্রথারই কোনো না কোনো উৎস আছে। তার পেছনে রয়েছে হৃদয়গ্রাহী রূপকথার মতো কোনো বাস্তব কাহিনী। বিয়েতে উপহার দেওয়ার ঘটনাও ওই রকমই।

যতদূর জানা যায়, বিয়েতে উপহার দেওয়ার প্রথা প্রথম চালু হয়েছিল ইউরোপে। দেখাদেখি সেখান থেকে কালক্রমে ছড়িয়ে পড়ে পৃথিবীর অন্যান্য দেশে। অনেক অনেক কাল আগের কথা। হল্যান্ডে এক অপূর্ব সুন্দরী মেয়ে পছন্দ করত এক মিলার বা জাঁতাকলের মালিককে। মেয়েটি তাকে বিয়ে করতে চাইল। মিলারটি ছিল গরিব। মেয়ের পিতা দরিদ্র ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে রাজি হলো না। কারণ বরপণ দেওয়ার সাধ্য ছেলেটির নেই। গরিব হলেও ছেলেটি খুব দয়ালু স্বভাবের ছিল। অসহায় মানুষের পাশে দাঁড়াত সে, সাহায্য-সহযোগিতা করত, তাই সবাই তাকে ভালোবাসত। এতদিন সে ওদের সাহায্য করে এসেছে, এবার তারা ওকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। কারও অবস্থাই তেমন ভালো ছিল না। তবুও তারা ঠিক করল বরপণের জিনিসপত্র সবাই মিলে ভাগাভাগি করে দেবে।

সিদ্ধান্ত অনুযায়ী তারা উপহার সামগ্রী নিয়ে বরপক্ষ হয়ে কনে দেখে বিয়ের কথাবার্তা পাকা করে এলো। উপহারসামগ্রীর মধ্যে ছিল ঘর-সংসারের নিত্যব্যবহার্য জিনিসপত্র, কাপড়-চোপড় ইত্যাদি। যাই হোক মানুষগুলোর ওই সুসদ্ধিান্ত আর সহূদয়তার কারণে পাত্র-পাত্রী উভয়েই তাদের ভালোবাসার মানুষকে অবশেষে কাছে পেল। সেই থেকে চালু হয়ে গেল বিয়েতে উপহার দেওয়ার প্রথা এবং আজও তা চলে আসছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *