ফিরোজ আলম ভূঁঞা রিগান, বিশেষ প্রতিনিধি, আজকের সময় :
নোয়াখালী সেনবাগ উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ- বিজিবির যৌথ বিশেষ অভিযানে সেনবাগ পৌরসভার ৩নং ওর্য়াড জামায়াত সেক্রেটারীসহ ৪ জন জামায়াত শিবিরকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন – সেনবাগ পৌরসভার ৩নং দঃ অর্জুনতলা ওর্য়াড জামায়াত সেক্রেটারী সেনবাগ আমির আলী মার্কেটের মালিক হাজ্বী নজির আহমেদ(৫০), বিন্নাগুনী গ্রামের শাহ আলমের ছেলে পান দোকানদার দুলাল (২৭), কৌশল্যা গ্রামের নূরুল হকের ছেলে রবিউল আলম (১৮) ও একই গ্রামের ছালেহ্ আহমেদের ছেলে নাজমুল হোসেন(১৯)। সোমবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযানে এদের গ্রেফতার হয়েছে। অভিযান চলছে।