ঝিনাইদহে চলছে পরিবহণ ধর্মঘট

image_80297_0ঝিনাইদহ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বিশ্বাসকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মঙ্গলবার ঝিনাইদহ জেলাব্যাপী সকাল-সন্ধ্যার পরিবহণ ধর্মঘট চলছে।

ভোর থেকে ঝিনাইদহের বিভিন্ন রুটে সবধরনের যানচলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লা ও আভ্যন্তরীণ রুটে কোনো পরিবহণ চলাচল করছে না।

সোমবার ঝিনাইদহের ২৭টি বেসিক শ্রমিক সংগঠন নিয়ে গঠিত ঝিনাইদহ জেলা শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরি সভায় হরতাল কর্মসূচির ঘোষণা করা হলেও সোমবার মধ্যরাতে পরিবহণ ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় ঝিনাইদহের ছয়টি উপজেলায় সর্বাত্মক পরিবহণ ধর্মঘট সফল করার জন্য ঝিনাইদহ জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমন হবু শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *