ভারতের সাইবার সিটিতে বাড়ছে সেক্স র্যাকেট। একের পর এক সেক্স র্যাকেট মামলা সামনে আসছে পুলিশের। বেড়ে চলা সেক্স র্যাকেট সামনে চলে আসায় রীতিমতো তাজ্জব পুলিশ কর্মকর্তারা। কিন্তু কিভাবে পুলিশ সাইবার সেক্স র্যাকেট ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে?
হরিয়ানার গুরগাঁও ভারতের সাইবার সিটি বলেই পরিচিত। এ সাইবার সিটিতে ইন্টারনেটের মতোই বিদ্যুতের গতিতে বাড়ছে মধুচক্র। রীতিমতো সক্রিয় সেক্স র্যাকেট। গুড়গাঁওয়ের ডিএলএফ এলাকায় পুলিশ এ সেক্স র্যাকেটের সন্ধান পায়। এরপরই গুঁড়িয়ে দেয়া হয় চক্রটিকে। গ্রেফতার করা হয় ৫ মহিলাসহ ২ যুবককে।
গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছিল, মেক্স হাসপাতালের আশপাশে কোথাও গত কয়েক মাস ধরে একটি বড়সড় সেক্স র্যাকেট বেশ সক্রিয়। এরপর সেক্টর-২৯ থানার পুলিশের একটা বড় দল ওই এলাকায় হানা দেয়। এ চক্রটি পাকড়াও করতে এক পুলিশ কর্মী সেখানে গিয়েছিলেন গ্রাহক সেজে। এরপরই চক্রটি জালে তোলে গুড়গাঁওয়ের পুলিশ।
কিভাবে জালে তোলা হলো এ চক্রটিকে?
এক পুলিশ কর্মী গ্রাহক সেজে ওই চক্রের সঙ্গে যোগাযোগ করে। শর্তপূরণ করে পুলিশ কর্মী গোটা টিমকে সংকেত দেন। এর পরই সেখানে পুলিশ হানা দেয়। তখনই ৫ মহিলা এবং দুই যুবককে জালে তোলে পুলিশ।
পুলিশ জানায়, এরা মূলত জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থেকে গ্রাহক ধরে রোজগার করতো। পুরুষরা এ ব্যবসায় মূলত দালালির কাজ করে। বিভিন্ন এলাকা থেকে মেয়ে জোগার করে এখানে পৌঁছে দেয়।
কিভাবে সাইবার সিটিতে চলছে সেক্স রাকেট?
ডিএলএফের অতিরিক্ত পুলিশ সুপার দলবীর সিং বলছেন, সাইবার সিটিতে বেশ কিছুদিন ধরেই মধুচক্রের ব্যবসা রমরমা হয়ে উঠছিল। এ চক্র ভাঙতে পুলিশও সচেষ্ট হয়। এর জন্য একটা নীল-নকশা তৈরি করা হয়। শুরু হয় লাগাতার অভিযান।