নূর হোসেনের অবৈধ বালু মহালে উচ্ছেদ অভিযান

full_590842212_1399357798নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর হোসেনের কাঁচপুরের অবৈধ বালুমহালে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।   বিআইডব্লিউটিএ পরিচালিত এই অভিযান শুরু হয় মঙ্গলবার সকাল ১০টায়।   বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ নদীবন্দরের ঊর্ধ্বতন উপ-পরিচালক আলমগীর কবীর বলেন, নূর হোসেন ও তার সহযোগিরা শীতলক্ষ্যার তীরে অবৈধ টং গদি ঘর তৈরি করে বালু ও পাথরের ব্যবসা করতেন।   কয়েক দফা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও আবার তারা সেখানে ব্যবসা শুরু করে বলে জানান তিনি।  প্রসঙ্গত, ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে কাউন্সিলর নজরুলসহ সাতজন অপহৃত হন। তিন দিন পর তাদের লাশ মেলে শীতলক্ষ্যা নদীতে।   এ ঘটনায় নিহত কাউন্সিলর নজরুলের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় কাউন্সিলর নূর হোসেনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *