মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে চলন্ত দু’টি লঞ্চ থেকে আজ বুধবার ভোররাতে ৯২৫ কেজি নিষিদ্ধ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।
সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান জানান, দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এমভি রিয়াজ-২ ও এমভি ইয়াদ থেকে জাটকাগুলো আটক করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। পরে মাছগুলো স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সরকার জাটকা শিকার, বাজারজাত ও বহন নিষিদ্ধ করেছে। এ পর্যন্ত মুন্সীগঞ্জে ১৩ হাজার ৯৫২ কেজি জাটকা আটক করা হয়েছে।