যেসব শিশু মায়ের দুধ পান করে তারা তুলনামূলকভাবে সবল হয়। সবচেয়ে বড় কথা হলো, এই শিশুদের নাড়িও সবল করে।
টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির একদল গবেষক গবেষণা করে জানতে পেরেছেন, মায়ের দুধ পানকারী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অন্যান্য শিশুদের তুলনায় বেশি।
এ সম্পর্কে গবেষক রবার্ট চ্যাপকিন বলেন, অন্তত আড়াই বছর পর্যন্ত শিশুদের মায়ের দুধ খাওয়া উচিত। কেননা একটি শিশুর জন্য প্রয়োজনীয় সবধরনের খাবারের উপাদান মায়ের দুধে থাকে।
বর্তমানে অনেকেই বাজারের দুধ কিনে শিশুকে খাওয়ান। এ সম্পর্কে গবেষক চ্যাপকিন বলেন, বাজারের কেনা সামগ্রীতে কিছু উৎকৃষ্ট খাদ্যগুণ থাকলেও এটি মায়ের দুধের সঙ্গে বিন্দুমাত্র তুলনা হয় না।