একটি অননুমোদিত গাড়ি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বাসভবন কাছাকাছি সংরক্ষিত এলাকায় ঢুকে গেলে নিরাপত্তাকর্মীরা তা লকডাউন করে দেয়। মেথিউ ইভান গোল্ডস্টেইন নামের ওই চালকের বিরুদ্ধে বেআইনি এন্ট্রির অভিযোগ এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মার্কিন কর্মকর্তারা জানান, একটি অননুমোদিত গাড়ি প্রেসিডেন্ট ওবামার মেয়ের গাড়ির পিছু পিছু হোয়াইট হাউসে প্রবেশ করতে চায়। তবে নিরাপত্তাকর্মীদের বাধার মুখে তা ভেতরে ঢুকতে পারেনি।
মার্কিন গোয়েন্দা বিভাগ জানায়, সেই গাড়ির চালক মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা।
তবে হোয়াইট হাউজের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, সম্ভবত ভুলে সে গাড়ি নিয়ে হোয়াইট হাউজে ঢুকে যেতে চাচ্ছিল। সূত্র: বিবিসি