ট্র্যাকে ফিরল ‘আমচি মুম্বাই’ ! দুবাই অতীত ৷ আইপিএল সেভেনে মুম্বই ইন্ডিয়ান্সের নতুন দিগন্ত খুলে দিল ওয়াংখেড়ে ৷ মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ১৯ রানে হারিয়ে টানা দু’ ম্যাচে জয় পেলো মুম্বাই ইন্ডিয়ান্স ৷ ১৮৭ রান তাড়া করে আট উইকেটে ১৬৮ রানে থেমে যায় আরসিবি ৷
এর আগে ওয়াংখেড়ের বাইশ গজে ব্যাট হাতে কামাল করলেন মুম্বইয়ের ব্যাটসম্যানরা ৷ ব্যাঙ্গালোরের সামনে জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্য রাখল মুম্বই ইন্ডিয়ান্স ৷ ক্রিস গেইল, বিরাট কোহলি , যুবরাজ সি, এবি ডে’ভিলিয়ার্সরা ব্যাটে ঝড় না-তুলে বিজয় মালিয়ার দলের জয় পাওয়া কঠিন ৷ সংযুক্ত আরব আমিরাতে প্রথম পর্বে সবক’টি ম্যাচ হেরে ঘরের মাঠে নেমেই কিংস ইলেভেন পাঞ্জাবের বিজয়রথ থামায় মুম্বই ইন্ডিয়ান্স ৷
প্রথম ব্যাট করে পাঁচ উইকেটে ১৮৭ রান তোলে মুকেশ আম্বানির দল ৷ রানে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ ৩৫ বলে চারটি ছয় ও তিনটি চারের সাহায্যে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে বিরাট কোহলিদের সামনে শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুম্বইকর ৷ ইনিংসের ১৯ তম ওভারে বরুণ অ্যারনকে ৩টি ছয় ও একটি চার-সহ ২৪ রান নেন রোহতি ৷ ৩১ বলে ছ’টি বাউন্ডারির সাহায্যে ৪৩ রান করে শেষ ওভারে ডাগ-আউটে ফেরেন কাইরন পোলার্ড ৷ ইনিংসের সূচনা করে ২৮ বলে ৩০ রান করেন চিদম্বরম গৌতম ৷
টস জিতে ওয়াংখেড়ের ব্যাটিং-সহায়ক উইকেটে মুম্বইকে ব্যাট করতে পাঠান আরসিবি-র অধিনায়ক কোহলি ৷ শুরু থেকেই আরিসিবি বোলারদের উপর আধিপত্য দেখাতে থাকেন মুম্বাই ব্যাটসম্যানরা ৷ রোহিত-পোলার্হাডের হাতে পিটুনি খাওয়ার পাশাপাশি অতিরিক্তের খাতাতেও বড় অবদান রাখেন আরসিবি বোলারা ৷ ১২টি ওয়াইড-সহ অতিরিক্তের খাতায় ২৫ রান যোগ করেন দিন্দা-অ্যারনরা ৷