শনিবার রাতে পুলিশের কাছে হেনস্থা হওয়ার প্রতিবাদে মুখর হয়ে উঠলেন বলিউড অভিনেত্রী। পুমন সোজাসাপটা জানিয়েছেন, ‘শনিবার রাতে আমি আমার ভাইয়ের সঙ্গে গাড়িতে ছিলাম। মদ্যপ অবস্থায় ছিলাম না। এমনকি কোনো অশ্লীল কাজও করছিলাম না। আদিত্য পাণ্ডে আমার ভাই। ওঁর সঙ্গেই আমি গাড়িতে ছিলাম।’
শনিবার রাত ১০টা ৩০মিনিট নাগাদ মুম্বাই পুলিশ গ্রেপ্তার করে পুনম পাণ্ডেকে। পুনমের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নাকি গাড়ির মধ্যে এক পুরুষের সঙ্গে আপত্তিজনক কাজে লিপ্ত ছিলেন। ঘণ্টা খানেক থানায় থাকার পর ছাড়া পান পুনম। পুনম জানিয়েছেন, ‘প্রথমে পুলিশ আমার সঙ্গে ভালো ব্যবহারই করছিল। কিন্তু যে শুনল আমিই অভিনেত্রী পুনম পাণ্ডে তারপর থেকেই বাজে ব্যবহার শুরু করে স্থানীয় পুলিশ।’
পুনম বলেন, ‘এই ঘটনায় শুধু আমিই না, আমার পরিবারের লোকও মানসিক বিপর্যস্ত। আমার ভাই আদিত্য পুরো ঘটনায় বেশ হতবাক। এমনকি সেদিন আমি যথেষ্ট ভদ্র পোশাকেই বাইরে বেরিয়েছিলাম। পুলিশের উচিত আমার কাছে ক্ষমা চাওয়া৷ না হলে আমি আদালতে যাব।’