পাগল বটে!

article-2621425-1DA0B69D00000578-102_636x507-300x239মাত্র ৬ খন্ড কাঠের উপর একটি ভাতশোলার ছোট একটি পাটাতন বিছিয়ে বিছানার চাদর পাল হিসেবে খাটিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেন পৌঁছাতে রওনা দেয়া এক আফগান যুবক। ফ্রান্স উপকূলে এ অবস্থায় পৌঁছালে তাকে উদ্ধার করে কোস্টগার্ডের সদস্যরা।
২৩ বছরের এই যুবক তীব্র সামুদ্্িরক স্রোত ও প্রচণ্ড বাতাসের কারণে কিছুতেই আগাতে পারছিলেন না। লবণাক্ত পানির স্পর্শে তার গায়ের চামড়ায় ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করে এবং অনেকটাই অসুস্থ হয়ে পড়ে সে। এভাবে ব্রিটেনে অভিবাসি হওয়ার চেষ্টায় এক সপ্তাহে চার ব্যক্তি প্রাণ হারিয়েছে। উদ্ধারকারীরা আফগান ওই যুবককে ক্যালাইস উদ্বাস্তু কেন্দ্রে পৌঁছে দেয় যেখানে আরো সাড়ে ৬’শ উদ্বাস্তু ব্রিটেনে আশ্রয়ের জন্যে অপেক্ষার প্রহর গুণছে।
কোস্ট গার্ডের প্রধান বার্নার্ড ব্যারন বলেন, হতভাগ্য ওই আফগান যুবক কোনোভাবেই ব্রিটেনের উপকূলে পৌঁছাতে পারছিলেন না। বাতাসের গতি ছিল বিপরীতমুখী এবং যদিও সে জানায়, ব্রিটেনে সে পৌঁছে নতুন জীবন শুরু করতে চায়। তবে আফগান যুবকটি তার নাম পরিচয় জানাতে অস্বীকার করে। তার কাছে কোনো প্রয়োজনীয় কাগজপত্র ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *