বিকিনি শুট দিতে গিয়ে ঝামেলায় এশা

images বলিউডে মাত্রই এসেছেন। তবেই এসেই নিজের সৌন্দর্যের জাদু ছড়িয়ে দিয়েছেন গোটা বলিউড জুড়ে। ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবিতেই মাত। এখন তো শোনা যাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও চুপি চুপি দেখা করছেন এশা গুপ্তা। তার উপর ঝুলিতে সাইফকে সঙ্গে নিয়ে নতুন ছবি ‘হমশকলস’। এই সব কিছুর মাঝখানে নতুন বচসায় মেতেছিলেন এশা গুপ্তা। জনপ্রিয়এক ইংরেজি ম্যাগাজিনের জন্য বিকিনি ফোটো শুট করতে গিয়েই ফোটোগ্রাফারের সঙ্গে ঝগড়ায় মাতলেন এশা।
সকাল ৬ থেকে নাকি ফোটোশুট শুরু হওয়ার কথা ছিল। সেই মতই সেটে ঠিক সময়েই পৌঁছে গিয়েছিলেন এশা গুপ্তা। জানা গেছে, ফোটোগ্রাফার নাকি এক ঘণ্টা দেরি করে পৌঁছায় সেটে। শুধু তাই নয়, আসার পর নাকি বেশ বাজে ব্যবহার শুরু করেন এষার সঙ্গে। শুট চলাকালীন আপত্তিজনক নানা মন্তব্যও নাকি করেছেন এশার উদ্দেশে। তবে প্রথম প্রথম চুপ করে থাকলেও এশা পরে মুখ খোলেন এবং কথা বলেন ম্যাগাজিনের কর্তৃপক্ষদের সঙ্গে। ম্যাগাজিনের অধিকর্তাদের কথায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, এশার বিকিনি শুট। তবে এই নিয়ে প্রচ- রেগে গিয়েছিলেন বলে জানা গেছে।কালের কণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *