নোয়াখালী বেগমগঞ্জে যুবলীগ নেতার বসতঘর ভাংচুর ও লুটপাট

Tipu_Picture_08-05-14মোফাজ্জেল হোসেন টিপু, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী বেগমগঞ্জের তুলাচারা গ্রামের আসক আলী মৌলোবী বাড়ীর মৃত আব্দুর রহমানের পুত্র স্থানীয় যুবলীগ নেতা মোঃ মাসুদের বসতঘর ভাংচুর ও লুটপাট করে স্থানীয় বিএনপি ও যুবদলের ক্যাডাররা।এতে তার প্রায় ৫লক্ষ  টাকা ক্ষয় ক্ষতি হয় বলে মাসুদ জানান।

স্থানীয় সূত্রে জানাযায়, গত মঙ্গলবার রাতে পূর্ব সত্র“তার জের ধরে যুরদল ক্যাডার পরহাদ ও সুমনের নেতৃত্বে প্রায় ১০/১৫জন সন্ত্রাসী বেগমগঞ্জের গোপালপুর তুলাচারার যুবলীগ নেতার মাসুদের বসতঘর ভাংচুর করে নগদ টাকা সহ স্বর্ণলংকার লুটপাট করে নিয়ে যায় এবং সন্ত্রাসীরা যুবলীগ নেতা মাসুদ সহ পরিবারের সদস্যদেরকে প্রাননাসের হুমকি দিয়ে যায়।উল্লেখ্য যে এর আগেও উক্ত সন্ত্রাসীরা যুবলীগ নেতা মাসুদের উপর হামলা করেন।

এব্যাপারে মাসুদ বাদী হয়ে তখন বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন।কোন এক রহস্যে ঐ মামলার কোন আসামী গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা এস আই আবুল হাসেম মজুমদার আজকের সময়’কে জানান, আসামীদেরকে ধরার জন্য চেষ্টা চলছে।এটা বেগমগঞ্জ থানার শেষ সীমানায় তাই আসামীরা অন্য এলাকায় পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *