ফেনী প্রতিনিধি, আজকের সময় :
ফেনী শহরের এসএসকে রোডস্থ সমবায় সুপার মার্কেট-৩ এর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছায়দুুল হককে সাধারণ সম্পাদকের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
শনিবার সমিতির সভাপতি আবুল কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, তার বিরুদ্ধে সংগঠন বিরোধী কার্যকলাপ, স্বেচ্ছাচারিতা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ১০ মে সমিতির কার্যকরী কমিটির জরুরী সভা বসে।
সভায় সংখ্যাগরিষ্ট সদস্যের সিদ্ধান্তক্রমে সাধারণ সম্পাদক ছায়দুল হককে পদ থেকে সাময়িকভাবে বহিস্কার করে। পরে বর্তমান সহ-সাধারণ সম্পাদক আবু সায়েম তুষারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।