ঢামেকে চিকিৎসাসেবা বন্ধ

dhska mad k_5121ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে শনিবার মধ্যরাত থেকে সব বিভাগে রোগী ভর্তি ও টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

ঢামেক হাসপাতালের কাউন্টারের টিকিট বিক্রেতা মনির হোসেন জানান, শনিবার রাত ২টার দিকে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক এসে তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টিকিট বিক্রি বন্ধ রাখতে বলেন। তবে প্রশাসন থেকে এ ব্যাপারে কোন নির্দেশনা পাননি বলেও জানান তিনি।

তিনি জানান, কোনো বিভাগেই নতুন রোগী ভর্তি করা হচ্ছে না।

রাজধানীর চাঁনখারপুল এলাকায় শনিবার রাত সাড়ে ৯টায় মেডিকেল ছাত্রদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুই চিকিৎসক আহত হন। আহতরা হলেন- ডা. ফজলে বারি (৩০), ওএমও (অনারেবল মেডিকেল অফিসার) মমিনুল ইসলাম (৩২)।

আহত ডা. ফজলে বারি জানান, তারা ৪-৫ জন চিকিৎসক নাজিমউদ্দন রোডের সোহাগ হোটেলে খেতে যান। সেখান থেকে ফেরার পথে চাঁনখারপুল মোড়ে ১০-১২ জন হকিস্টিক ও লাঠি হাতে তাদের পথরোধ করে। এ সময় তারা পরিচয় জিজ্ঞাসা করেন।

ঢামেক হাসপাতালের চিকিৎসক পরিচয় পেয়ে তারা বলে, ‘ও তোরা ইন্টার্ন ডাক্তার?’ এই বলে এলোপাতাড়ি পেটাতে থাকে।

তিনি আরও জানান, হামলায় মমিনুল ইসলামের মাথা ফেটে যায়। তার হাতেও আঘাত লাগে।

এ ঘটনায় নূরুল ইসলাম নামে এক পথচারীও আহত হন। তিনি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র বলে জানান।

বর্তমানে আহত চিকিৎসকরা ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *