এবার পাকিস্তান জামায়াতের ওয়েবসাইট হ্যাক করলো সাইবার ৭১। এর আগে বিজেপি প্রধান নরেন্দ্র মোদীর নির্বাচনী ওয়েবসাইট টিমমোদী.ইন হ্যাক করে সাইবার ৭১ নামে সম্প্রতি বেশ আলোচনায় আসা বাংলাদেশি হ্যাকার গ্র“প। রোববার রাতে পাকিস্তান জামায়াতের ওয়েবসাইটটি হ্যাক করে সাইবার ৭১। এর ফলে সাইটটিতে আর ঢোকা যাচ্ছেনা।
ওয়েবসাইটটি হ্যাক করে এর হোম পেজে সাইবার ৭১ গ্র“পটি ইংরেজিতে লিখেছে দিয়েছে, কিছু ধর্মান্ধ গোষ্ঠী বাংলাদেশকে হুমকি দেন। তারা নিজেদের কী ভাবেন? তারা কী ভেবেছেন আমরা (বাঙালি) বিষয়টি ছেড়ে দেবো? তারা যেন সাবধান হন এর জন্য এটা একটা সতর্ক বাণী। অদূর ভবিষ্যতে বাংলাদেশ সর্ম্পকে কোনো কথা বা কাজ করতে গেলে যেন একশ’ বার চিন্তা করেন।
তারা এও লিখেছেন-বাংলাদেশর জন্য বাঁচুন নতুবা বাংলাদেশ ত্যাগ করুন।
সাইটটিতে সাইবার ৭১ গ্র“পের ৬ সদস্যের কোড নম্বর আর দু’জনের নাম উল্লেখ করা হয়েছে। যে দু’জনের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- আশিক ইকবাল ও মোহাম্মদ বিল্লাল।
এর আগে বাংলাদেশের তিন ভাগের এক ভাগ জায়গা নিজের বলে দাবি করার প্রতিবাদে টিমমোদী.ইন ওয়েবসাইটটি হ্যাক করে সাইবার ৭১। এছাড়াও মোদীর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিহার ও পাঞ্জাব শাখার ওয়েবসাইটও হ্যাক করে গ্র“পটি।