যৌনসুখে অতৃপ্ত স্ত্রী প্রেমিকের সহায়তায় খুন করলেন নিজের স্বামীকে। এ ঘটনার পর পুলিশ অভিযুক্ত ১৭ বছর বয়সের স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেফতার করেছে।
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লির ছাবনির সুব্রত পার্ক এলাকায়।
পুলিশ জানিয়েছে, ওই নারীর স্বামী ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন।
দিল্লি পুলিশ সূত্রের খবর, স্বামীর সঙ্গে যৌনসুখে অতৃপ্ত ছিলেন ওই নারী। সেই কারণে তিনি প্রতিবেশি একটি অল্প বয়সের ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এই ঘটনা তার স্বামী নৌবাহিনীর অফিসার কাছে জানাজানি হয়ে যায়। এই বিবাহ বর্হিভূত সম্পর্ক সামনে চলে আসতেই ভয়ে ওই নারী তার নাবালক প্রেমিকের যোগসাজসে স্বামীকে খুন করার পরিকল্পনা করেন। সেই মতো তাকে খুনও করা হয়।
যদিও অভিযুক্ত নারী হত্যার ঘটনা অস্বীকার করে দাবি করেন, তার স্বামীর মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। কিন্তু পুলিশের টানা জেরায় প্রকৃত ঘটনা সামনে আসে। পুলিশ ওই নারী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে।