বারানসিতে অবস্থিত ভারতীয় জনতা পাটি বিজেপির আঞ্চলিক অফিসে তল্লাশি চালিয়েছে উত্তর প্রদেশের পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এ সময় তারা নির্বাচনী প্রচারাভিযান সম্পর্কিত কাগজপত্র জব্দ করেন। বিজেপি এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনী প্রচারাভিযান সংক্রান্ত কাগজপত্র জব্দ করার লক্ষ্যেই এ তল্লাশি চালানো হয়েছে। কারণ তাদের কাছে তথ্য ছিল যে, সিগ্রা এলাকা থেকে বিপুল সংখ্যক নির্বাচনী প্রচার সংক্রান্ত সরঞ্জাম বারানসিতে পাঠানো হয়েছে। নির্বাচনী প্রচারের উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও এমনটি করা হয়েছে বলে তাদের অভিমত।
আগামীকাল বারানসিতে লোকসভা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এ দিন শেষপর্বের ভোটাভুটি হবে।