ফেনীতে ফ্রি ল্যান্সার টু এন্টারপ্রিউনার উন্নয়ন কর্মসূচি উপলক্ষে লগো উদ্বোধন ও ভিডিও কনফারেন্স রোববার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ভিডিও কনফারেন্সে ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে ফেনী জেলার ফ্রিল্যান্সার টু এন্টারপ্রিনার বিষয়ক তথ্য তুলে ধরেন।
ফেনী জেলার আওতায় প্রতিটি উপজেলা ১জন করে ন্যূনতম ৫০ জন ফ্রিল্যান্সারকে এন্টারপ্রিউনার ডেভেলপমেন্ট কর্মসূচিতে অন্তর্ভূক্ত করা হবে। আগ্রহীরা ছবি ও ফরম পূরণ করে জেলা প্রশাসক কার্যালয়ে আইসিটি শাখায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যারা জেলা পর্যায়ে তালিকাভুক্ত হবে তাদের www.freelancer2enterpreneur.com এই ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করার জন্য পরামর্শ প্রদান করা হবে।
উক্ত অনুষ্ঠানে জেলার প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ফ্রিল্যান্সার, সাংবাদিক ও আইটি বিভাগের ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
সুরঞ্জিত নাগ, ফেনী