মাকে বালিশচাপা দিয়ে হত্যা করলো ছেলে

5aljvs06_5376গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভৃঙ্গরাজ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজের মাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন উত্তম চন্দ্র পাল (৩৫) নামে এক যুবক।

আজ সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ উত্তম চন্দ্র পালকে আটক করেছে।

জানা গেছে, উত্তম চন্দ্র পালের মায় মা বাগবর্তী পাল (৬৭) এবং তার বাবা ভৃঙ্গরাজ এলাকার মৃত কালিপদ পাল।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জিন্নাহ জানান, সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা বাগবর্তী পাল ও ছেলে উত্তম চন্দ্র পালের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তম তার মাকে মারধর করে পাটার শিল দিয়ে মুখ থেতলে দেয়। পরে মুখের উপর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে।

এসময় আশপাশের বাড়ির লোকজন টের পেয়ে উত্তমকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ও উত্তমকে ‍থানায় নিয়ে আসে।

এসআই আরও জানান, উত্তম কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিল। সে কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *