সোনাক্ষি সিনহা ও শাহেদ কাপুরের প্রমের গুঞ্জন বলিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে। আর মুম্বাইয়ের রাতের ডিনার টেবিল যেন সেই গুঞ্জনের সত্যতার প্রমান দিচ্ছে।
ঘটনাটি হল, গতকাল রবিবার রাতে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ডিনারে দেখা গেল শাহেদ-সোনাক্ষিকে। তবে শুধুই ডিনার নয়, রাত পৌনে ১টা নাগাদ সব বন্ধুদের বাড়ি ফিরে যাওয়ার পর সোনাক্ষিকে নিয়ে নিজের জুহুর ফ্ল্যাটেও যান শাহেদ।
জানা গেছে, ভোর পাঁচটা নাগাদ সোনাক্ষিকে শাহেদের ফ্ল্যাট থেকে বাড়ি ফিরতে দেখা গেছে৷