পটুয়াখালীতে চাঁদার দাবিতে এক কলেজ শিক্ষককে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে থানা যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক মামুন মাতব্বর ও সহযোগী জামাল মল্লিক।
হামলার শিকার শিক্ষক ইউছুফ আলম পটুয়াখালী শহরস্থ একেএম কলেজে শিক্ষকতা করেন।
রোববার রাত ১০টার দিকে গরুর বাঁধঘাট এলাকায় এ ঘটনা ঘটে। থানায় এ ঘটনায় মামলা দায়ের করেছে শিক্ষককের পরিবার।
মামলার বিবরন ও আহত সুত্র জানায়, শিক্ষক ইউছুফ আলম তার নিজস্ব বাড়ি গরুর বাধঘাট এলাকায় জমি বিক্রি করে ঘর নির্মানের কাজ শুরু করেন। শনিবার যুবলীগ নেতা মামুন মাতব্বর শিক্ষক ইউছুফ আলমকে মোবাইল ফোনে জমি বিক্রয় ও নতুন ঘর তোলায় মামুনের অনুমতি নেয়া হয়নি কেন জানতে চান। এরই প্রেক্ষিতে মামুন তার কাছে মোটংকের টাকা দাবি করেন। এতে ইউছুফ আলম আপত্তি জানালে পর দিন রোববার রাতে মামুন ও জামাল টাকার দাবীতে তার বাসায় আসে। ইউসুফ টাকা দিতে অপরগতা জানালে লোহার রড দিয়ে ইউছুফকে পিটিয়ে আহত করে।
এ সময় তিনি আত্মরক্ষার্থে ডাকচিৎকার করতে চাইলে তার মুখ চেপে তার অন্ডকোষ ও পুরুষ অঙ্গ ধরে ব্যাপক টানা হেচরা করে মারাত্মক জখম করে। এতে তার পুরুষ অঙ্গের বেশ কয়েকটি শিরা-উপশিরা ছিড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে পটুয়াখালী হাসাপাতালে ভর্তি করে। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুব জানান, আসামীরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।