দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পদত্যাগের গুজব উঠেছে। এ গুজবের ডালপালা আরো বাড়ছে। সোমবার সচিবালয়ে সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি রাজি হননি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার অনাগ্রহ দেখিয়ে মায়া উল্টো সাংবাদিকদের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, “আমি কোনো কথা বলতে চাই না। আপনারা আমার জন্য দোয়া করবেন।”
সোমবার বিকেল তিনটা ২৫ মিনিটে সচিবালয়ে যান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এ সময় তার জামাই লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চান।
আজকের মন্ত্রিসভায় মায়ার যোগ না দেয়ার বিষয়ে তার পদত্যাগের বিষয়টি ডালপালা গজায়। প্রথমে জানা গিয়েছিল অসুস্থতার কারণে মায়া মন্ত্রিসভার বৈঠকে যোগ দেননি। কিন্তু বেলা তিনটার পর তিনি সচিবালয়ে যান। সেখানে গিয়েই তিনি তার জামাতার খোঁজ-খবর নেন।
চাকরিচ্যুত তিন র্যাব কর্মকর্তার একজন মায়ার জামাতা। এই নিয়ে গত কয়েকদিন ধরে মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে। দুয়েকটি মিডিয়া প্রশ্ন তুলেছে- এখনো কী করে মায়া মন্ত্রী থাকেন।