গুমখুন আর অপহরণের শহর নারায়ণগঞ্জে এবার নিখোঁজ হয়েছেন এক গার্মেন্টস কর্মকর্তা। রোববার বিকেলে অলিউল্লাহ(৩২) নামের ওই গার্মেন্টস কর্মকর্তা ঢাকায় তার কাকার বাড়িতে যাওয়ার উদ্দেশে ফতুল্লা থেকে বের হয়ে আর ফেরেননি।
সোমবার তার স্ত্রী লাইজু বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অলিউল্লাহ ফতুল্লা শাহীবাজার এলাকার সালাম হাওলাদারের ছেলে। তিনি ওসমান গ্র“পের প্রতিষ্ঠান রাসেল গার্মেন্টসে সুপারভাইজার হিসেবে কাজ করেন।
লাইজু জানান, রোববার বিকেলে অলিউল্লাহ তার চাচার বাড়ি ঢাকাম্যাচ এলাকার যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। কোথাও অলিউল্লাহর কোনো সন্ধান না পেয়ে তিনি ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান জিডির সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এরপর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়। মামলা প্রধান আসামী কাউন্সিলর নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ১৬ জনকে আটক করে।