হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি নিশ্চিত করেছেন, যে তিনি এবং তার দীর্ঘদিনের সঙ্গী ব্রাড পিট একই ছবিতে কাজ করবেন। আর যদি তাই হয় তাহলে ২০০৫ সালের মিঃ অ্যান্ড মিসেস স্মিথ ছবির পর আবার এক সঙ্গে রুপালি পরদায় দেখা যাবে এ জুটিকে।
এস শোবিজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ৩৮ বছর বয়সি এই অভিনেত্রী আবার তার অভিনয় জগতে ফিরে আসতে যাচ্ছেন। এটিই হবে ব্রাড পিট ও জোলির ছবির জগতে পুনর্মিলন। এই মাসের প্রথম দিকে একটি প্রতিবেদনে জানা গিয়েছিল এই জুটি জোলির নিজের লেখা একটি ছবিতে একই সাথে অভিনয় করবেন।
এ ব্যাপারে জোলি বলেন, ‘উদ্বাস্তু ও যৌন সহিংসতা প্রতিরোধের জন্য জাতিসংঘের প্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে কিছুটা সময় হলিউড থেকে দূরে থাকতে হচ্ছে। তবে এখন আমরা (জোলি ও পিট) একই ছবিতে কাজ করার চিন্তা করেছি।’
জোলির আরো জানিয়েছেন, আমার হাতে আরো কিছু ছবি আছে। কিন্তু আমি আমার পছন্দ করা ছবির মজার চরিত্রেই কাজ করতে চাই। তবে আমি ইউ এন এবং পি এস ভি আই –এর হয়ে কাজ করতে চাই।’
ফিল্মফাস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দ্যা মালফিসেন্টের এই নায়িকা এবং তার সঙ্গী ব্রাড পিট তাদের ছয় সন্তান ম্যাডক্স (১২),প্যাক্স (১০), জাহারা (৯), শিলহ (৭), এবং জমজ ভিভিএন্নে এবং নক্স (৫) কে ছবির শুটিং-এ ঘুরতে নিয়ে যান। কিন্তু দুইদিন পর তাদের জ্বালায় অতিস্ট হয়ে ওঠেন।
জোলি বলেন, ‘আমাদের সন্তানদের ছবি তৈরির মজা থেকে দূরে রাখতে চাইনি। তাই এটা ভালো না খারাপ হবে এ নিয়ে চিন্তা করিনি। তবে শুটিং স্পটে যাওয়ার দুইদিন পর তাদের জ্বালাতনে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে আর শুটিং সেটে নিয়ে যাব না।’
সম্প্রতি, জোলির ছোট ছেলে মালফিসেন্ট ছবিতে রাজকুমার আউররা চরিত্রে অভিনয় করেছে। জোলি মনে করেন সে এই চরিত্রের সঙ্গে একদম মানানসই।
– See more at: http://www.risingbd.com/detailsnews.php?nssl=1afb6bd07195e9f753b0d55805b5a246#sthash.1lnOpJrn.dpuf