ফিরোজ আলম ভূঞাঁ রিগান,, বিশেষ প্রতিনিধি :
নোয়াখালীর ঢাকাস্থ সেনবাগ সেতু বন্ধন বহুমুখী সমবয় সমিতির ৮ম বার্ষিক সাধারণ সভা-২০১৩ অনুষ্ঠিত। সমিতির সভাপতি ইউনুষ পাটোয়ারী বাচ্চুর সভাপতিত্বে সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা হাসান মঞ্জুসহ অন্যনরা উপস্থিত ছিলেন।
গত শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে উক্ত সাধারণসভা অনুষ্ঠিত হয়। সাধারণসভা শেষে টপ স্টার গ্রুপ আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় সমিতির প্রধান উপদেষ্টা মঞ্জুর বলেন ‘সকলের জন্য আবাসন এ শ্লোগান নিয়ে এ সিমিতি কাজ করছে। সেনবাগ সেতু বন্ধন সেনবাগের মানুষের মাঝে সম্প্রিতি গড়ে তুলেছে। সেনবাগের মানুষ যেন অর্থনৈতিকভাবে উন্নতি সাধন করতে পারে তার জন্য এ সমিতি কাজ করে যাচ্ছে। তিনি এ সমিতিকে আরো বেগবান করার জন্য কমিটির প্রতি উদাত্ত আহ্বান জানান।
এছাড়া বক্তব্য রাখেন ঢাকাস্থ সেনবাগ সাংবাদিক সমিতির সভাপতি ও সেতু বন্ধন সমিতির অন্যতম সদস্য গোলাম ছারওয়ার রিপন। কমিটির উপদেষ্টা ও টপ স্টার গ্রপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হারুন অর রশিত। সাধারনসভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি ইউনুস পাটোয়ারী বাচ্চু, সমিতির বার্ষিক প্রতিবেদন উত্থাপন করেন সমিতির ….. আব্দুল কাইয়ুম, সমিতির বার্ষিক অর্থনৈতিক প্রতিবেদন স্তুলে ধরেন সমিতির সাধারন সম্পাদক মোঃ শাসুল হক।
অনুষ্ঠানে সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, এ্যডভোকেট বেলায়েত হোসেন, মিজানুর রহমান, এবিাএম ফারুকসহ প্রমুখ।
সাধারণ সভায় পরিবর্তি তিন বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত হয়। সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি ইউনুষ পাটোয়ারী বাচ্চু, সহসভাপতি মোঃ সারেহ আহম্মেদ, সাধারন সম্পাদক মোঃ সামছুল হক, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির, কোষাদক্ষ সামছুলজ্জামান মঞ্জু, সদস্য হিসাবে নির্বাচিত হয়েচে সৈকত আলী চৌধুরী, জাহাঙ্গীর আলাম ভূইয়া, মোঃ নজরুল ইসলাম, এম এ ছাত্তার, জসীম উদ্দিন, আমিন উল্যাহ সদস্য।