মোফাজ্জল হোসেন টিপু, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের মীর আলিপুর গ্রামের মোস্তফার পোল এলাকায় মাদকাসক্ত পুত্রকে কুপিয়ে হত্যা করেছে পিতা। নিহত পুত্রের নাম তাজুল ইসলাম (২৮)। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
বেগমগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান আজকের সময়’কে জানান, নিহত তাজুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে তার বাবা মোস্তফা মিয়ার সাথে প্রায় কথা কাটাকাটি হতো।এর জের ধরে পিতা মোস্তফা মিয়া পুত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।