জহিরুল আলম, দাগনভূঞা :
ফেনীর দাগনভূঞয় সাংবাদিকদের সাথে ছোট ফেনী নদী রক্ষা ও মুছাপুর ক্লোজার বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্যরা মত বিনিময় করেছেন। গত সোমবার সন্ধায় চারন সাংস্কৃতি কেন্দ্রের কার্যালয়ে উক্ত মত বিনিময় সভার প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়নের সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম ইনামুল হক।
নদী রক্ষা কমিটির সদস্য সচিব অর্জন চন্দ্র দাসের উপস্থাপনায় বক্তব্য রাখেন ছোট ফেনী নদী রক্ষা ক্লোজার বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক মালেক মনচুর, উপদেষ্ঠা হারাধন চক্রবত্তী, বাজার ব্যাসায়ী কল্যান সমিতির সভাপতি আবুল কায়েস রিপন, সাংবাদিক সৈয়দ ইয়াছিন সুমন এবং সদস্য আবু সুফিয়ান।
বক্তারা জানান, মুছাপুর কেøাজার নির্মাণ বন্ধ থাকায় ফেনী নোয়াখালী এলাকায় হাজার হাজার হেক্টর জমির কৃষি কাজ সম্পূন্ন বিনষ্ট হয়ে যাচ্ছে। অভিলম্বে ফেনী নদীর ভাঙ্গন রোধ, জলাবদ্ধতা ও লবণাক্ততার হাত থেকে কৃষি ও কৃষকের জানমাল রক্ষায় মুছাপুর ক্লোজারর নির্মানের জোর দাবী জনান।