ভারত সরকার পদ্মাসেতু নির্মাণে এবছরই এক হাজার ৬শ কোটি টাকা দেবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার দুপুরে মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান মন্ত্রী। তবে এ টাকা কীভাবে দেয়া হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মন্ত্রী সাংবাদিকদের জানান, ভারত সরকার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী, যাতে করে দু’দেশই পরস্পর অর্থনৈতিকভাবে উপকৃত হয়। ভারত সরকার এ বছর পদ্মাসেতু নির্মাণে ১৬শ কোটি টাকা বরাদ্দ করবে।
তিনি আরও জানান, ভারত বিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগেও এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন পরিকল্পনা মন্ত্রী।
এসময় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। কাজেই ভারত সরকার পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে দু’দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে বেগবান করতে আগ্রহী।
নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজপি সরকার ক্ষমতায় এলে দুদেশের সম্পর্ক কেমন থাকবে? এমন প্রশ্নে পঙ্কজ শরণ বলেন, সবাইকে আর কয়েকদিন অপেক্ষা করতে হবে। চলতি মাসের ১৬-১৭ তারিখে নির্বাচনের ফল প্রকাশ করা হবে। এতে যদি মোদি সরকার ক্ষমতায় আসে তাহলে আমাদের এই কয়েকদিন ধৈর্য ধরতে হবে। দেখতে হবে মোদি সরকার কী ধরনের বৈদেশিক নীতি গ্রহণ করে।