নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকারসহ ৭জনকে অপহরণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পলাতক কাউন্সিলর নূর হোসেনের দেহরক্ষী মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলিভর্তি দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
আজ রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম সিদ্ধিরগঞ্জের শিমরাইল বোর্ডিংয়ের ১১নং কক্ষ হতে মামুনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয় জানিয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মাঈনুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিমরাইল বোর্ডিংয়ের ১১নং কক্ষে অভিযান চালানো হয়। তখন মামুনকে পয়েন্ট ৩ বোরের দুটি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত এর আগেও নূর হোসেনের মালিকানাধীন বাসা ও নিয়ন্ত্রণাধীন ট্রাক স্ট্যান্ডে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছিল। ইতোমধ্যে সন্দেহভাজন হিসেবে নূর হোসেনের ২৩ জনকে গ্রেপ্তার করা হলেও পলাতক রয়েছে নূর হোসেন।