চলচ্চিত্র পরিচালক এমবি মানিক নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে নিহত

M-B-Manik1চলচ্চিত্র পরিচালক এম বি মানিক নিউইয়র্কে দৃর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় তিনি মারা যান।

কাহিনীকার ও সংলাপ রচয়িতা আবদুল্লাহ জহির বাবু দ্য রিপোর্টকে জানান, তন্ময় কথাচিত্রের কর্ণধার বাবুল ভাইয়ের (চলচ্চিত্র পরিচালক) নিউইয়র্কের কাছেই একটি পেট্রোল পাম্প আছে। সেখানেই চাকরি করতেন এম বি মানিক। সেখানে কয়েকজন মার্কিন নিগ্রো টাকা চাইতে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে মানিককে গুলি করে। মানিককে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনও এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘দুর্ধর্ষ প্রেমিক’ ছবিটি মুক্তির পরপরই এর পরিচালক এম বি মানিক যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *