ভোট গণনাকেন্দ্রে পি সি সরকারের ওপর জাদুকরের নজরদারি!

02-p-c-sorcar_6047পি সি সরকারকে নিয়ে একটু বিপাকেই পড়েছেন বিরোধী প্রার্থীরা। তিনি আস্ত একটা ট্রেন দর্শকদের চোখের সামনে থেকে ‘ভ্যানিশ’ করে ফেলতে পারেন! আর গণনাকেন্দ্রে ঢুকে ভোটকর্মীদের বিভ্রান্ত করা- এটা কি খুব কঠিন বিষয়? এই প্রশ্নই বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের কপালে ভাঁজ ফেলেছে। তাই বারাসতের গণনাকেন্দ্রে বিজেপি প্রার্থী পি সি সরকার উপর নজরদারি চালাতে ২৪ পরগনার জেলাশাসক ওঙ্কার সিং মিনারের দারস্থ হয়েছে তৃণমূল। তবে জেলাশাসক সাফ জানিয়ে দিয়েছেন, কোনও প্রার্থীকে গণনাকেন্দ্রে ঢোকার ব্যাপারে আটকানো সম্ভব নয়৷ যদি নির্বাচন কমিশনের কাছ থেকে এ বিষয়ে কোনও নির্দেশ আসে তাহলেই তারা প্রয়োজনীয় ব্যবস্হা নিতে পারে। তবে একেবারে বসে নেই জেলা প্রশাসন। তারাও বিকল্প পথ বের করে ফেলেছে। পি সি সরকারের উপর নজর রাখতে পর্যবেক্ষক হিসেবে খোঁজা হচ্ছে সমপর্যায়ের অন্য কোনো জাদুকরকে।

স্থানীয় তৃণমূল নেতৃত্ব সূত্রে খবর, ভোটের প্রচারে বারাসতের রাস্তায় প্রায় খালি হাতেই জাদুর কেরামতি দেখিয়ে মাৎ করেছেন পি সি। এমনকী, ভোট দিয়ে বেরিয়ে আসার সময় শয়ে শয়ে ক্যামেরার সামনেও ভোটের কালি গায়েব করে তাক লাগিয়ে দিয়েছেন। তাই ভোট গণনার দিন যদি কোনও ‘মায়াজাল’ করে ফেলেন, এই আশঙ্কা তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এ নিয়ে খোদ প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এবার রাজ্য নির্বাচন কমিশনেও আবেদন করার কথা ভাবছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *