নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি লঞ্চঘাটে একটি যাত্রীবাহী সি-ট্রাকে অভিযান চালিয়ে পাচারের সময় ১৪২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাংসগুলো উদ্ধার করা হয়।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট দেওয়ান রফিকুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার তমরদ্দি লঞ্চঘাটের নোয়াখালী-তমরদ্দির একটি সি-ট্রাকে অভিযান চালানো হয়। এসময় সি-ট্রাকের একটি মাছের ঝুঁড়ি থেকে ১’শ ৪২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।