রাজধানীর রায়েরবাজার এলাকায় প্রেম ঘটিত কারণে নাহিদা আক্তার (১৩) নামে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
আজ বিকেলে এ ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা দাউদকান্দিতে।
জানা গেছে, আজ বিকেলে নাহিদা তার নিজ বাসায় ঘরের দরজা লাগিয়ে গলায় ফাঁস দেয়। মুমূর্ষূ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতের মা নূরুন নাহার জানান, সুমন নামে একটি ছেলের সঙ্গে নাহিদার প্রেম ছিলো। এ বিষয়টি আমরা গত তিন-চার দিন আগে জানতে পারি। এতো অল্প বয়সে এই ধরনের পাগলামি করার কারণে তিন দিন ধরেই আমরা ওকে (নাহিদা) অনেক বুঝাই। না বুঝলে ওকে বকা দেই।
আমাদের বকায় রাগ করে নাহিদা এতো বড় একটা কাজ করতে পারলো বলে, নিহতের মা নূরুন নাহার কান্নায় ভেঙ্গে পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চত করে বলেন, লাশ এখন ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।