সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সিভিল সার্জন ডাঃ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ডেন্টাল ক্যারিজ প্রতিরোধে সচেতনতামূলক এডভোকেসি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসাবে ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুদ্দিন মাহামুদ চৌধূরী, পাবলিক হেলথ নার্স দিপালী রানী চক্রবর্তী ও অন্যন্য অতিথিবৃন্দ এবং ডঊউঙএর প্রতিনিধি।
সভায় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।। সভার উপস্থিত সদস্যবৃন্দ এধরনের আরও সচেতনতামূলক কার্যক্রম জেলা ও ইউনিয়নে করার জন্য আহ্বান জানান রিসোর্স পারসনবৃন্দ তাদের বক্তব্যের আলোকে তৃণমূল পর্যায়ে এ ধরনের আরও কার্যক্রম গ্রহন করার ব্যপারে আশাবাদ ব্যক্ত করেন। সভাপতি ও রিসোর্স পারসন বলেন দাত একটি মূল্যবান সম্পদ, আমাদের সকলের উচিত দাতের যতœ নেয়া।
তিনি আরও বলেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন একত্র হয়েছি এবং উক্ত বিষয়ে যাহা জানলাম সে বিষয়ের আমরা সচেতন হবো এবং আমাদের সমাজের সকলকে সচেতন করার জন্য এগিয়ে আসবো তাহলেই আমাদের আজকের এই সভা সার্থক হবে।