জনসভার অনুমতি মেলেনি বিএনপির

20140550112550wFAKHRUL1নারায়ণগঞ্জের সাত খুনসহ সারাদেশে গুম-খুন ও অপহরণের প্রতিবাদে শনিবারের বিএনপির জনসভার এখনও অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি দায়িত্বশীল দল হিসাবে নারায়ণগঞ্জসহ সারাদেশের গুম, হত্যার প্রতিবাদ জানানোর জন্য এ জনসভা আহ্বান করে। কিন্তু সরকার নারায়ণগঞ্জে নিরাপত্তার অজুহাতে অনুমতি দেয়নি।’ তিনি অভিযোগ করে বলেন, কয়েকদিন আগে জনসভার কর্মসূচি ঘোষণা করে প্রশাসনের বিভিন্ন স্তরে অনুমতির জন্য দলের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। কিন্তু এখন পর্যন্ত অনুমতি মিলেনি।

ফখরুল বলেন, প্রথমে ডেমরায় এ জনসভা করার কথা ছিল। পরে যাত্রাবাড়ীতে জনসভার সিদ্ধান্ত হয়। এ পর্যায়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাতুয়াইলের কনকর্ড হাউজিং মাঠে জনসভা করার পরামর্শ দেওয়া হয়। বিএনপি তাতে রাজী হলেও এখন পর্যন্ত অনুমতি মিলেনি। বিএনপি যে কোনো স্থানে জনসভা করতে প্রস্তুত উল্লেখ করে ফখরুল আরো বলেন, আশা করি সরকার অনুমতি দিয়ে শুভবুদ্ধির পরিচয় দিবে।

তিনি বলেন, জনসভার জন্য যাত্রাবাড়ী, শহীদ ফারুক সড়ক, সানটেক স্কুলসংলগ্ন মাঠ, সর্বশেষ মাতুয়াইল কনকর্ড হাউজিং মাঠ চাওয়া হয়। কিন্তু নিরাপত্তার অজুহাত তুলে অনুমতি দেওয়া হয়নি। তিনি বলেন, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থেই কথা বলা আমাদের মৌলিক অধিকার।
নারায়নগঞ্জের ৭ খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশনার পরও র‌্যাবের ঐ তিন কর্মকর্তাকে গ্রেফতার না করাটা চরম দুঃখ জনক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *