মোদির বিজয়ে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

hindu+nationalist+narendra+modi_24540_0 (1)ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনা শুরু হওয়ার পর এনডিএ জোটের বিজয়ের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে উঠেছে শেয়ার বাজার। ভোট গণনার প্রথম ধাক্কাতেই শেয়ার সূচক ১০০০ পয়েন্ট বেড়েছে।
সকাল সাতটা থেকে রাজ্যের ৪৮টি কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে। প্রথম ৬ রাউন্ড গণনার শেষে এনডিএ ১৮৯, ইউপিএ ৬৮, বামফ্রন্ট ৭ এবং অন্যান্য দল ৬৬টি আসনে এগিয়ে। পশ্চিমবাংলায় ২টি আসনে তৃণমূল, ৭টিতে বামফ্রন্ট, ৩টিতে কংগ্রেস এবং ৩টিতে বিজেপি এগিয়ে। যার প্রতিফলন স্পষ্টতই শেয়ার বাজারে।
নরেন্দ্র মোদির দল বিজেপি ক্ষমতায় আসতে পারে এমন ধারণার প্রথম ধাক্কাতেই ১০০০ পয়েন্ট সূচক এগিয়ে গেল শেয়ার বাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *