কেবল তিস্তা নদী নয়, ৫৪টি নদীর পানির হিস্যা আদায় করতে হবে। এ ব্যাপারে সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন।
জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে ‘ফারাক্কা এবং টিপাইমুখসহ উজানের অভিন্ন আর্ন্তজাতিক নদীতে নির্মিত বাঁধ, ব্যারেজ অপসারণ করে ৫৪টি নদীর ন্যায্য হিস্যা চাই’ র্শীষক আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের উজানে আন্তর্জাতিক ৫৪টি নদীতে ভারতের নির্মিত বাঁধ, ড্যাম, ব্যারেজ ইত্যাদির কারণে দেশে এখনও ৭০০-৮০০ নদী-নালা, কয়েক হাজার খাল-বিল, হাওর-বাওর শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে। আর এ জন্য দেশের কৃষি কাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নদী ধারা কনভেনশনের কথা উল্লেখ করে তারা বলেন, বাংলাদেশের স্বার্থের জন্যই নদী ধারা কনভেনশনে স্বাক্ষর করা প্রয়োজন। কেননা এর মাধ্যমেই আমরা আমাদের ৫৪টি নদীর ন্যায্য হিস্যা আদায় করতে পারব।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আনোয়ার সাদত। এ সময় উপস্থিত ছিলেন নদী ও পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ইনামুল হক, হাওর অঞ্জলবাসী সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, সংগঠনের উপদেষ্টা ইউসুফ আলী ভূঁইয়া ওয়াহিদ প্রমুখ।